জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত ভবনে কাজ করার সময় বিদ্যুৎ চালিত মোটরে সুইস দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিমল দাস(৩৫) নামের ১ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মির্জাপুর ইউনিয়নের বৌলাশি গ্রামের রবীন্দ্র দাসের পুত্র।
শুক্রবার দুপুরে এ হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে দক্ষিন সুনামগঞ্জ থানার এস আই দেবাশীষ সূত্রধর ও এস আই আবু বক্কর বাকি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের করেছন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত বিমল দাস নির্মান শ্রমিক হিসেবে পূর্বপাগলা উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত ভবনে কাজ করার সময় বিদ্যুৎচালিত মোটরে সুইস দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে দক্ষিন সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।