লালমনিরহাট  প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম  সীমান্তে শূন্য রেখায় কাঁটাতারের বেড়ায় কাচেঁর বোতল  ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বিজিবি সূত্র ও স্থানীয়রা জানায়,  বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের সরকারপাড়া (মুন্সিটারি)  এলাকার বাংলাদেশ ভারত প্রধান পিলারের ডিএমপি ৮ নম্বরের উপ-পিলার ৩৮ থেকে ৪৬ পর্যন্ত অনুমানিক এক কিলোমিটার এলাকায় কাচেঁর খালি বোতল ঝুলিয়ে দিয়েছে  ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সন্ধ্যার পর একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট ব্যবহার করে  মনিটরিং করছে এবং ওই জায়গায় অস্ত্র নিয়ে  টহল জোরদার করেছে বিএসএফ। এতে বাংলাদেশ দহগ্রাম সীমান্ত এলাকার জন সাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। উক্ত স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির টহল অব্যাহত রয়েছে।  

 ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন জানান, রাতের আঁধারে বেড়া তুলে নেওয়ার ভয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী  বিএসএফ শূন্য রেখার কাঁটাতারের বেড়ায় কাচেঁর বোতল ঝুলিয়ে দিয়েছে। এতে আতংকের কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *