মোঃমনির হোসেন ঝালকাঠী ঃ
ঝালকাঠী দিবাকরকাঠী গ্রামের দুই সন্তানের পিতা মোঃমুরাদ গত দের মাস নিখোঁজ ছিলেন, মুরাদের বৃদ্ধ পিতা সব জায়গায় খোজাঁ খুজির পর ছেলের কোন সন্ধান না পেয়ে পরিবারের সবাই কান্নায় ভেঙ্গে পড়েন।
ছেলের বেচেঁ থাকার আশা ছেড়ে দিয়ে হতাশ হয়ে পড়েন।
এর ভিতরে এলাকার এক যুবক মোবাইলে ছবি দেখে যে মুরাদ লিবিয়া ত্রিপলি কারাগারে বন্দি আছে।
বাবা, মা, স্ত্রী সন্তান এখন হতাশায় আছে। কি আছে মুরাদের কপালে।
মুরাদের বৃদ্ধ বাবা প্রবাসি ভাইদের কাছে তার ছেলের জন্য সাহয্য চেয়েছেন। লিবিয়া প্রবাসি ভাই রা মুরাদের ছোট শিশু দুটি এবং বৃদ্ধ বাবা, মা এর মুখের দিকে চাহিয়া মুরাদের জন্য একটু সাহায্য করুন।
মুরাদের বাবার মোবাইল নম্বর ০১৭৩১২০১৯২৬ অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন মোঃমনির হোসেন মোবাইল নম্বর ০১৭৪০৫৮০২২৪ এই নম্বরে।