ঠাকুরগাঁও প্রতিনিধি॥ দিনাজপুর ইসকন মন্দিরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে প্রথমে জেলা স্কুল বড় মাঠ কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে ও পরে শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশনেন।
এসময় মানববন্ধনে একাত্ততা প্রকাশ করেন আওয়ামীলীগ মনোনিত ঠাকুরগাঁও মেয়র প্রার্থী তাহমিনা মোল্লা। তিনি বলেন সন্ত্রাসীদের কোন ধমর্ নেই। যারা এধরণের সন্ত্রাসী কার্যক্রম করবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।