দিনাজপুর ব্যুরো ॥ দিনাজপুর সদরে তৃণমূল পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৪৮ কোটি টাকা ব্যয়ে ৫টি প্যাকেজে ৪০ কিলোমিটার কাচা রাস্তা পাকা করণের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে।

দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান জানান, সদর উপজেলার তৃণমূল পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হুইপ ইকবালুর রহিম এমপির প্রচেষ্টায় তার আসনে ৫টি প্যাকেজে ৪০ কিলোমিটার কাচা রাস্তা পাকা করার কাজ শুরু করতে দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। কাজের মূল্যায়ন চলছে। মান সম্পন্ন এবং টেকসই পদ্ধতিতে স্মাট রাস্তা নির্মানে পরিকল্পনা গ্রহণে সিডিউল প্রস্তুত করা হয়েছে। নির্মিত রাস্তায় বর্ষাকালীন পানি জমে না থাকে এবং রাস্তার দুপাশ্বে পানি নিস্কাশন সহজেই দুর করতে নির্মিত ৪০ কিলোমিটার রাস্তা ৬৩টি ছোট-বড় কালভার্ট নির্মান করা হবে। এছাড়া রাস্তার পাশে ডোবা-নালা ও পুকুর থাকলে রাস্তা যাতে ক্ষতিগ্রÍ হয়ে ভেঙ্গে না যায় এর জন্য প্রচেক্টিব ওয়াল, রাস্তার মোড়গুলোতে ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হবে। সব মিলিয়ে মান সম্পন্ন রাস্তা নির্মান করতেই এ ধরনের যুগোপযোগী পরিকল্পনা গ্রহণে গ্রামীণ জনপদকে শহরের সাথে দূরত্ব কমাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

এই রাস্তা নির্মানে তদারকির দায়িত্বে থাকা এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম জানান, ৪০ কিলোমিটার রাস্তা নির্মানে ৫টি প্যাকেজ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সদর উপজেলার পুলহাট থেকে ফাসিলাডাঙ্গা সাড়ে ৬ কিলোমিটার, চাঁদগঞ্জ থেকে রানীগঞ্জ পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার রাস্তা, ফুলতলা থেকে কমলপুর পর্যন্ত ১১ কিলোমিটার, কমলপুর থেকে খানপুর পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার, ফাসিলাডাঙ্গা থেকে মহনপুর পর্যন্ত সাড়ে ৯ কিলোমিটার কাচা রাস্তা পাকা করা হবে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে নির্মান কাজ শুরু হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে নির্মান শেষ করতে ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে। এই রাস্তাটি নির্মানের জন্য ফরিদপুর রাফিয়া কন্সট্রাকশনকে নিয়োগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন