কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের হাজীপুর গ্রামের দুই দীনহীন দরিদ্র দিনমজুরের বাড়ীতে আগুন লেগে সম্পুর্ন পুরে ছাই হয়ে গেছে। রবিবার অপরাহ্নে রান্নাঘড় থেকে ওই অগ্নিকান্ড ঘটে বলে এলাকাবাসী জানান। বাড়ী পুড়ে যাওয়া দিনমজুর শকমত আলী ও মফিজুল হক জানান,প্রতিদিনের ন্যায় তারা সকালে ভাত খেয়ে অন্যের বাড়ীতে মজুরী দিতে যায়। তাদের স্ত্রীরা অন্যের বাড়ী ঝি এর কাজ করতে যায়। এ সময় রান্না ঘড়ের চুলা থেকে ওই আগুনের সুত্রপাত হয়ে লাগালাগি দু‘টি বাড়ীর ৬টি ঘড় পুরে ছাই হয়ে যায় । তারা জানান, তাদের সারা জীবনের যে যৎকিঞ্চিত সঞ্চিত ছিল তা সব পুড়ে ভস্মিভুত হয়ে হেছে। শকমত আলী বলেন শুধু পরনের কাপড় ছাড়া আর কিছু নাই। এখন আমি কি দিয়ে ঘড় তুলে বউ বাচ্চা নিয়ে থাকি। মফিজুল হক বলেন, তার দুটি বাচ্চা লেখাপড়া করে তাদের জামা কাপড় ু বইপুস্তক সব পুড়ে ছাই হয়ে গেছে । অগ্নিকান্ডে নিঃস্ব পরিবার দু‘টি সকলের কাছে সাহায্য চায়। তারা জানায় খবর পেয়ে চেয়ারম্যান গিয়ে দু‘জনকে ৫‘শ করে একহাজার টাকা দিয়ে আসছে । আর কেউ কিছু দেয় নাই। তারা সরকার ও বিত্তবানদের কাছে সাহায্য চায়। সংশ্লিষ্ট হাজীপুর ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুছ আলী জানান,শকমত আলী ও মফিজুল হক খুবই গরীব দিন কামলা । তাদের বাড়ী ঘড় সব পুড়ে গেছে ঈদ উপলক্ষে তাকে ভিজিএফ চাউল দিবো।