মোঃ মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম).
দূর্নীতিমুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না গড়া পর্যন্ত আমাদের লড়াই অব‍্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আমরা শহীদ পরিবারগুলোকে কথা দিয়েছি, আপনাদের সন্তানেরা যে কারণে জীবন দিয়েছে, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে শুক্রবার(২৪ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠ বিশাল কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাড় কাঁপানো শীত আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া উপেক্ষা করে ভোর থেকেই দলে দলে মানুষ আসতে থাকে কর্মী সম্মেলনে। মানুষের স্রোত আসতে থাকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে।
‘নারায়ে তাকবির আল্লাহু আকবার ধ্বনিতে
মুখরিত হয়ে গোটা মাঠ ভরে যায় জামাতের আমির মঞ্চে ওঠার আগেই। আশ পাশের এলাকায় লোকে লোকারন‍্য হয়ে ওঠে।
দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মিল্লেও ডা. শফিকুর রহমানের বক্তব্য শোনার জন‍্য মুল মাঠ পেরিয়ে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় মানুষ।
জামায়াতের আমির বলেন ১ বছর আগে বাংলার জনগন বিশ্বাস করতে পারেনি যে তারা দুপুরের খাবার না খেয়ে পালিয়ে যাবে। আওয়ামীলীগ বলেছিল তারা ক্ষমতা হারালে তাদের ১০ লক্ষ মানুষ খুন হতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ দেশ প্রেমিক তাই তাদের এই দাবি মিথ‍্যা প্রমাণিত হয়েছে।

তিনি বলেন আওয়ামীলীগ ১৮ কোটি মানুষের উপর যুলুম করেছে। তাদের যুলুমে অনেক পরিবারের সদস্যরা রান্না করা খাবারও খেতে পারেনি। বাড়িতে থাকতে পারেনি। ঘর বাড়ি ছেড়ে থাকতে হয়েছে দিনের পর দিন। মানুষ খুন করে তারা শেষ দিন পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতা তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। আওয়ামীলীগ গত ১৭ বছরে ২৬ হাজার লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে।
জামায়াতের আমির বলেন, ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে আসতে না পারে। এবং আমরা যেন তাদের আশ্রয় -প্রশ্রয় না দেই। বাংলাদেশে যত অন্যায় হয়েছে, অন‍্যায়ভাবে যত মানুষকে খুন করা হয়েছে আমরা তার বিচার চাই।

কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ‍্যাপক মাওলানা আব্দুল মতিন ফারুকী। জেলা সেক্রেটারি মাওলানা মোঃ নিজম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস‍্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, লালমনিরহাট জেলা আমির এডভোকেট আবু তাহের, কুড়িগ্রাম জেলার সাবেক আমির আজীজুর রহমান সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব আলম সালেহী, বাংলাদেশ শ্রমিক কল‍্যান ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি এডভোকেট ইয়াসিন আলী সরকার, কুড়িগ্রাম জেলার সহকারি সেক্রেটারি জেনারেল শাহজালাল সবুজ, ইসলামী ছাত্র শিবিরের কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ মুকুল হোসাইন। এছাড়াও জেলার ১০ টি থানার আমিরগণসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *