লালমনিরহাট প্রতিনিধিঃ
জেলার আদিতমারী উপজেলায় ভাইয়ের স্ত্রী ভাবিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৩৫) নামে সেনা সদস্য এক দেবরের বিরুদ্ধে।
গত শুক্রবার রাতে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভাবি ।
অভিযুক্ত সেনা সদস্য সাইফুল উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী কানিপাড়া বাবুরটারী গ্রামের আব্দুর রজ্জাকের ছেলে। তিনি ঢাকা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত রয়েছেন। বাদি সাইফুলের বড় ভাই আশরাফুল ইসলামের স্ত্রী।
অভিযোগে প্রকাশ, চাকুরী থেকে ছুটিতে বাড়ি আসলেই সাইফুল ইসলাম তার ভাবিকে কু-প্রস্তাব দিয়ে আসছেন। বিষয়টি পারিবারিক ভাবে জানাজানি হলে তাকে সতর্ক করেন। কিন্তু তার আচরনের কোন পরিবর্তন ঘটেনি।বুধবার (১৯ জুলাই) রাতে স্বামী কাজের জন্য বাহিরে থাকায় ভাবি একা বাড়িতে ছিলেন। এ সুযোগে বাড়ির ভাঙ্গা বেড়া দিয়ে ঘরে ঢুকে ভাবিকে জোর পুর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার আত্নচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় সাইফুল ইসলাম। এ ঘটনায় বিচার চেয়ে শুক্রবার সেনা সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ মমেনা খাতুন।
স্থানীয়দের অভিযোগ, সেনা সদস্য সাইফুল ইসলামের এমন কুকর্ম ও কু প্রস্তাবে সাড়া না দেয়ায় আশরাফুলের প্রথম স্ত্রীকে তালাক দিতে বাধ্য করারও অভিযোগ উঠেছে।
ভাবি বলেন, কু প্রস্তাবে রাজি না হলে আমাকেও প্রথম স্ত্রীর মতো তালাক করানেরও হুমকী দেয়। এর আগেও একদিন গোসল খানায় আমাকে ধর্ষণের চেষ্টা করেছিল। যার বিচার হলে বৈঠকে ক্ষমা চেয়েছিল। ক্ষমা চেয়ে আবার রাতে আমার ঘরে ঢুকে পুনরায় ধর্ষণের চেষ্টা করে।
আশরাফুল ইসলাম বলেন, ছোট ভাইয়ের অপকর্মের কারনে প্রথম স্ত্রীকে হারিয়েছি। বর্তমান স্ত্রীর উপরও তার খারাপ দৃষ্টি পড়েছে। এবার থানার আশ্রয় নিয়েছি।
সাইফুল ইসলাম পলাতক থাকলেও তার বাবা আব্দুর রাজ্জাক বলেন, চিৎকার চেচামেচি শুনে বাহিরে বের হয়েছি। তবে সাইফুলকে তখন দেখি নি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *