ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাচপোটল উত্তর পাড়া গ্রামের মৃত মুসলিম উদ্দিনের পুত্র রাসেল মিয়া (২৫) ঢাকা রড মিলে চাকুরি করতো। সেখানেই শরিয়তপুরের সুমি খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ও তারা বিয়ে করে নেয়।
তাদের ঘরে ৮ বছরের এক পুত্র সন্তান রয়েছে। বাবা মার অমতে বিয়ে করার পর থেকে তাদের মাঝে তেমন বনি বনা ছিলোনা।
সুমি ঢাকা থাকলে রাসেল বাড়ী থাকতো, রাসেল ঢাকা থাকলে সুমি শশুরবাড়ী থাকতো। গত ১২ মার্চ ২০২১ইং তারিখে রাসেল ঢাকা যাবে বলে প্রস্তুতি নিচ্ছিল বলে রাসেলের পরিবার সুত্রে জানা যায়। রাসেলের ভাই মোঃ উজ্জল মিয়া জানান কি কারনে রাসেল এমনটা করলো ভেবে পাচ্ছিনা। সন্ধে ৬.৩০ ঘটিকায় রাসেল নিজ ঘরে ঢুকে ধরনার সাথে ওরনা পেচিয়ে সে আত্মহত্যা করে।
আচ পেয়ে আমি ঘরের দরজা ভেঙ্গে রাসেলকে ঝুলন্ত অবস্থায় নামাই পানি ঢালি, তবুও শেষ রক্ষা করতে পারলাম না। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সুরুজ্জামান মিন্টু বলেন, খবর পেয়ে আমি এলাম দেখলাম, শুনলাম।
ছেলেটা ভালোই ছিল নেশা টেশা করত না। এই ফ্যামিলি নিয়ে আমি কোন দেন দরবারও করি নাই।
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ সৈকত হাসান বলেন সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোট হাতে পেলে বলা যাবে এটা আতœহত্যা না কি হত্যা। এ ব্যাপারে ধনবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।