কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাবিবুর রহমান লাভলুকে সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় জনগণ। ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের টানা ৩ বারের নির্বাচিত মেম্বার মোঃ হাবিবুর রহমান লাভলু পুনরায় ৪র্থ মেয়াদে নির্বাচনে অংশ নিয়ে মোড়ক প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। সৎ, যোগ্য, পরিশ্রমী, নিষ্ঠাবান মেম্বার মোঃ হাবিবুর রহমান লাভলু ৪র্থ মেয়াদে পুনরায় নির্বাচিত হওয়ায় এলাকায় বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, ৩নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা মোঃ হাবিবুর রহমান লাভলু বিজয়ী হওয়ায় বিজয় র্যালী ও নবনির্বাচিত মেম্বারকে ফুলের মালা পড়িয়ে সংবর্ধনা প্রদান করে।