কবি -ফয়জুর রহমান।

প্রতিদিন মসজিদে গেলে
বেহেস্তের গন্ধ মিলে।
সুশীতল শুনসান নিরবতা
শান্তির কথা বলে ।

প্রতিদিন ধর্মীয় পরিবেশ
সময় অতুল্য বিশেষ।
জীবন প্রার্থনার অনুকূলে
সত্তার অভিনিবেশ ।

মসজিদ মন্দিরে গির্জায়
যত সব ধর্মশালায় ।
মানুষের মানবিক পরিচয়
ফিরে পায় সভ্যতায়।

দিব্যচক্ষু খোঁজে তত্ত্বজ্ঞান
মানুষ সৃষ্টির বিজ্ঞান।
অনন্তকালের ইহ পরলোকে
খোঁজে শান্তির উপাদান ।

জীবনবেদ ধর্মের আঙ্গিনা
পূর্ণীমা চাঁদে জ্যোৎস্না।
সমতার আলোক সুরভিতে
বিধাতার ধর্ম যোজনা ।

শুনিতেছি জপো নীতিমালা
মানব ধর্ম পাঠশালা ।
বিশ্বজগৎ পাঠে অহর্নিশি
ধর্মের নেই কালবেলা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *