জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
ডাক বিভাগের ডিজিটাল লেনদেন মোবাইল ব্যাংকিং সেবা নগদ ‌‍‌ঈদ ক্যাম্পেইনে সেরা বিক্রেতা হিসেবে প্রথম পুরস্কার পেয়েছেন ছাতকের দিপক চন্দ্র পাল। বুধবার (৩মার্চ) ছাতক নগদ ডিষ্ট্রিবিউশন হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিক ভাবে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটর সাইকেল প্রদান করা হয়। দিপক চন্দ্র পাল শহরের মিনি মার্কেট ইমন ডিজিটাল স্টুডিওর স্বত্তাধিকারী। পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিলেট জোনাল এরিয়া ম্যানেজার একেএম তাজমুল, সুনামগঞ্জ জেলা নগদ টেরিটরি ম্যানেজার সুমন কান্তি রায়, ছাতক নগদ ডিষ্ট্রিবিউশন হাউসের স্বত্তাধিকারী শাহিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *