আব্দুল সাত্তার চট্টগ্রাম
১৮ মে ২০২২ খ্রি. তারিখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে রাজস্ব সার্কেল-১ আওতায় জিইসি মোড়, ও আর নিজাম রোড, পূর্ব নাসিরাবাদ ও মোহাম্মদপুর এলাকায় পরিচালিত অভিযানে ৯ লক্ষ ১১ হাজার টাকা বকেয়া হোল্ডিং ট্যা· আদায় করা হয়।
অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে মুরাদপুর থেকে পাঁচলাইশ থানা মোড় পর্যন্ত রাস্তা উভয় পার্শে¦র ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৯ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পুর্বক ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই আদালত কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এর দায়েরকৃত মোকদ্দমায় ৬ ব্যক্তিকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন