আব্দুল সাত্তার টিটু
শুকনো মৌসুমের আগেই নগরীর ছোট-বড় সব সড়কের সংস্কার কাজ সম্পন্ন করার ব্যাপারে সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ঠিকাদারদের দিক-নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন।
সোমবার সকালে আগ্রাবাদস্থ বড়পুল হতে চৌছালা পর্যন্ত সড়কে প্যাঁচ ওয়ার্ক কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে রূপকল্প-২০৪১ দিয়েছেন তা বাস্তবায়নে চট্টগ্রাম শহরের অবকাঠামো খাতকে ঢেলে সাজানো হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বন্দর নগরী চট্টগ্রামকে সাজাতে না পারলে বড় বড় মেগা প্রকল্পের সুফল পাওয়া যাবে না। এই বিবেচনায় চট্টগ্রাম নগরীর সকল ছোট বড় সড়ক গুলোকে এই শুকনো মৌসুমের মধ্যে সংস্কার করে ঝকঝকে করে তুলতে হবে। তিনি সড়কের প্যাঁচ ওয়ার্ক যে গুলো করা হচ্ছে তা যেন টেকসই হয় সে দিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রতি আহŸান জানান। এ সময় উপস্থিত ছিলেন তত্ত¡াবধায়ক প্রকৌশলী আবু সালেহ, সহকারী প্রকৌশলী তৌহিদুল হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *