ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আতœীয়ের লাশ দাফন করে বাড়ী ফেরার সময় পথেই অটোবাইকের চাকায় ওড়না প্যাচিয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার শেষ সীমানা ভাঙ্গামোড় ইউনিয়নের পাখিরহাট কাদোর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলেনা বেগম(৪৫) ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের প্রধান শিক্ষক আব্দুল জলিলের স্ত্রী।
জানাগেছে, পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলার ডুংডুঙ্গির হাট এলাকায় ননদের স্বামী মারা গেলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সেখানে যান তিনি। মৃতের জানাজা শেষে বাড়ী ফেরার পথেই অটোবাইকটি কাদোর মাঠ এলাকায় পৌছিলে সবার অজান্তে অটোবাইকের মটরের সাথে ওড়না প্যাচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পরেন হেলেনা বেগম ।
এ প্রসঙ্গে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খয়বর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর লাশ এনে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।