নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে উন্নয়ন এগিয়ে নিতে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জনপ্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মো. আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ডাঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি-জামান নিকেতা, সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন নবাব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, সদস্য অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, মো. আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, জিয়াউর রহমান, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান তবিবর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, শফি উদ্দিন, মহসিন আলী, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম প্রমূখ।

মতবিনিময় সভায় বগুড়া জেলার উন্নয়নে আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ মকবুল হোসেনকে পুনরায় নির্বাচিত করার জন্য সকল জনপ্রতিনিধিদের আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *