নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নিবাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মো. আনিছুর রহমান, থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আদনান বাবু, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ প্রমুখ। সভাশেষে পৌরসভার মেয়র আনিছুর রহমান ও থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর কবিরকে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।