নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় আদিবাসী পরিষদ নেতৃবৃন্দরা ১৬প্রহর ব্যাপী হরিবাসর অনুষ্ঠান পরিদর্শন করেছেন। ১৪ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় নন্দীগ্রামে নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর দক্ষিণ পাড়া শ্রীশ্রী কালীমাতা ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ১৬প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলারস কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি গৌতম মাহাতো, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক গৌতম কুমার, আইন বিষয়ক সম্পাদক অমল মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কানাই রাম চৌহান, শেরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন সিং। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট নন্দীগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন কুমার নিতাই প্রমুখ। পরিদর্শন শেষে জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দরা অত্র মন্দিরের উন্নয়নের জন্য ১০ বস্তা সিমেন্ট উপহার দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *