চিলমারী ( কুড়িগ্রাম) থেকে শ্যামল কুমার ঃ
কুড়িগ্রামের চিলমারীতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন। অনেক শিক্ষক বিল-বেতন হওয়ার আগেই অবসরে যাওয়ার উপক্রম হয়েছে। জানা যায় উপজেলায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২টি, কর্মকর্তা-কর্মচারী ২০জন। মাধ্যমিক বিদ্যালয় ১টি, কর্মকর্তা-কর্মচারী ৪জন। কলেজ ২টি, কর্মকর্তা-কর্মচারী ৮জন। মাদ্রাসা ১টি, কর্মকর্তা-কর্মচারী ১৬জন । উপজেলায় সর্বমোট ৪৮জন কর্মকর্তা-কর্মচারী পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।বর্তমান সরকার মহা দুর্যোগ করোনাকালীন সময়ে অত্যন্ত দক্ষতার সাথে দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রেখেছেন সেই আলোকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করবেন এমনটাই প্রত্যাশা সকলের। কথা হয় অধিকারীপাড়া বালিকা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে, তিনি জানান, “দীর্ঘ কুড়ি বছরে সরকার আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিও দেননি, তারপরও বেচে আছি, মরার আগে হলেও শুনে যেতে চাই প্রতিষ্টানটি এমপিও হয়েছে। অনেকদিন থেকে শুনছি আমাদের প্রনোদনার টাকা দেবে, কিন্তু তারও খবর নাই। এমন কেন ? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের দিকে একটু সদয় হউন। “