এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
নবীনদের স্বাগত জানিয়ে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট সরকারী কলেজ ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪অক্টোবর) দুপুরে পাকেরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও পরিচিতি সভা হয়।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক লিটন রহমান লিটু, আঙ্গারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক চন্দ্র দ্বীপ কাওয়ালী, উজ্জ্বল রায়, মেহেদী হাসান সজীব, ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ ইসলাম, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ উপজেলা শাখার সদস্য সচিব অশোক রায় জয় ও যুগ্ম আহবায়ক বিজয় শংকর, আঙ্গারপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জে আর জামান, পাকেরহাট সরকারি কলেজের ইন্টারমিডিয়েট ২য় বর্ষ শাখা ছাত্রলীগের সভাপতি আবু রিয়াদ ও সাধারণ সম্পাদক সাগর শর্মা সহ কদর,আরিফ ও বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
শুভেচ্ছা মিছিল শেষে সভায় বক্তারা নবীনদের স্বাগত জানিয়ে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের শাস্তির দাবিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।