ঝালকাঠী প্রতিনিধিঃ
রবিবার নলছিটিতে কলেজ ছাত্রী অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতা ও পুলিশের হাতে আটক হয়েছে অপহরণকারী মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী রাসেল মোল্লা ।
পুলিশ ও ভিকটিম সূত্রে জানাগেছে নলছিটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান লুনা (ছদ্মনাম) কে কলেজে যাওয়া আসার সময় উত্ত্যক্ত করতো । ভিকটিম জানায় আজ দুপুর ১২ঘটিকার দিকে কলেজে পরীক্ষা দিতে আসার সময় সন্ত্রাসী রাসেল মোল্লা ও তার সহযোগিরা ছাত্রীটির পথরোধ করে । এক পর্যায়ে ছাত্রীটিকে জোর পূর্বক জনৈক সেলিমের বাড়িতে আটকে রাখে। ভিকটিম সাংবাদিকদের জানায় আটকের সময় রাসেল তাকে বিয়ের প্রস্থাব দিলে সে কৌশলে মাকে ফোন করার কথা বলে । ফোনে মাকে অপহরণের বিষয়টি জানালে সে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে । উদ্ধারের সময় স্থানীয় জনতা অপহরণকারী রাসেল মোল্লাকে গনধোলাই দেয় ।
আহত অপহরণকারীকে প্রথম নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিমে পাঠিয়েছেন । মালোয়ার গ্রামের তোফাজ্জল হোসেন সোহরাব মোল্লার পুত্র রাসেল মোল্লা ।
এ ব্যাপারে নলছিটি থানায় মামলা দায়ের করা হয়েছে । মামলা নম্বর-১১ তারিখঃ ১৭.৯.২০১৭খ্রিঃ ।

বিভিন্ন সুত্রে জানা যায় রাসেল মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।তার পিতা তোফাজ্জল হোসেন সোহরাব মোল্লাকে ছিকল দিয়ে বেঁধে রেখে ছিল যাহা দুই দিন পর গোপন সূত্রের ভিত্তিতে রাত্র ২.৩০ মিঃ পুলিশ উদ্ধার করেছে।তিনি ইয়াবা ও গাঁজা বিক্রি করেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ জানান মুল অভিযুক্তকে জনতার সহযোগিতায় এস আই এম এম শামীমের নের্তৃত্বে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরার জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন