ঝালকাঠী প্রতিনিধিঃ
নলছিটির চারটি ক্লিনিক ও ডায়াগনেষ্টিক সেন্টার এবং ফার্মেসীতে অভিযান পরিচালনা করে একজনকে এক বছরের সাজা প্রদান ও নগদ ৬ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা সদর দপ্তরের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজমের নেতৃত্বে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।এ সময় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশ্রাফুল ইসলাম জুপিটার তাদের সঙ্গে ছিলেন।

অভিযানকালে টিএ্যান্ডটি সড়কের ইমা ফার্মেসীর ড্রাগ লাইসেন্স না থাকা ও মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে নগদ ৫ হাজার টাকা জরিমানা ও ইমা ফার্মেসীর স্বত্বাধিকারী মো: মায়েল হোসেনকে এক বছরের সাজা প্রদান, সেবা ক্লিনিক এ্যান্ড ডায়াগনেষ্টিকে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারনে ৩ লক্ষ টাকা নগদ জরিমানা, নাহার ডায়াগনেষ্টিকে ৫০ হাজার টাকা নগদ জরিমানা এবং হাসপাতাল সড়কে ডিজিটাল ডায়াগনেষ্টিকে ৫০ হাজার টাকা নগদ জরিমানা আদায় এবং ফারজানা ক্লিনিক ও ডায়াগনেষ্টিকে নগদ ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *