ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে নিজ বসতঘরের আড়ার সঙ্গে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে তাপসী রানী চক্রবর্ত্তী (৩৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তাপসী রানী চক্রবর্ত্তী ওই এলাকার নিতাই চক্রবর্ত্তীর স্ত্রী।
স্থানীয় লোকজন জানায়, সকালে ঘরের আড়ার সঙ্গে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বামী নিতাই চক্রবর্ত্তী গলার ফাঁস খুলে নিচে নামায়। এ সময় নিতাই চক্রবর্ত্তীর ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসীর সহযোগিতায় গৃহবধূকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারা আরও জানায়, নিহত গৃহবধু যে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়েছে তার নিচে একটি ঘুমানোর খাট ছিল। খাট থেকে আড়ার উচ্চতা কম হওয়ায় এ মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে মনে হচ্ছে।
নলছিটি থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন কবির জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে।