ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের তেওলা গ্রামের হাজীবাড়ী তোফাজ্জেল হোসেন (সাবেক পুলিশ সুপার আঃ রশিদ মোল্লার শ্বশুর বাড়ী) এর বাড়ীতে গত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের
পিছনের দিক থেকে সিঁদ কেটে চোরেরা গৃহে প্রবেশ করে। নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে বোমা মেরে হুমকি দিয়ে চলে যায় চোরের দল।
গৃহকর্তা তোফাজ্জেল হোসেন হাওলাদারের পুত্র মামুন হাওলাদারের দেয়া তথ্য মতে, নগদ চার লক্ষাধিক টাকা, স্বর্ণালঙ্কার- দুটি হাতের রুলী, দুইজোরা কানের দূল, দুইটি গলার চেইন, একটি হাতের আংটি ও একটি এয়ারগান নিয়ে যায় চোরেরা। যাওয়ার সময় চোরেরা হুমকি দিয়ে যায় এ ঘটনা নিয়ে থানা পুলিশ করলে বোমা মেরে উড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয় এক চোর।
ঘটনার খবর পেয়ে নলছিটি মানপাশা ফারির পুলিশ ও নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।