ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলসিটি উপজেলায় ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগকর্মী ও কলেজছাত্র সজল হাওলাদারকে গুলি করে হত্যার ৫ বছর পর মামলার অন্যতম আসামি আফজাল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তার আফজাল হোসেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পশ্চিম কামদেবপুর এলাকার মৃত মোতাহার আলী হাওলাদারের ছেলে। মঙ্গলবার (১ জুন) ভোরে পশ্চিম কামদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।