ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আসন্ন ইউপি নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ১ নং নাওডাঙ্গা ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাছেন আলী নৌকা প্রতীকের জন্য মনোনীত হওয়ায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে নাওডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।
হাছেন আলী নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার প্রাক্কালে তাকে স্বাগতম জানাতে শনিবার সকাল ১০ টায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন ও ছাত্রলীগের আহ্বায়ক মানিক মিয়া বাবুর নেতৃত্বে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুতে ফুলের মালা নিয়ে অপেক্ষা করে নাওডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণ।
পরে দুই শতাধিক মোটরসাইকেল নৌকার মিছিল করতে করতে নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন রাস্তায় ঘুরে শোভাযাত্রা করে। শেষে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত করে।
সমাবেশে ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট আহ্বান করেন প্রার্থী হাছেন আলী। তিনি বলেন, নাওডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণ নৌকার সাথে আছেন। দলীয় ক্রন্দল ভুলে সকল নেতাকর্মীদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এবারের নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয়ের আশা ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য; নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর (তৃতীয় ধাপে) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে শুক্রবার এ নির্বাচনের নৌকা মার্কার প্রার্থীদের তালিকা ঘোষণা করেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।