এশিয়ান বাংলা নিউজঃ
আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের প্রত্যয়ে বহুমাত্রিক উপায়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। যেকোন টেকসই উন্নয়নের প্রধানতম পূর্বশর্ত টেকসই নিরাপত্তা, যা নিশ্চিত করতে সম্মিলিতভাবে নিরন্তন নিরলস পরিশ্রম করে যাচ্ছে পুলিশ।

এরই ধারাবহিকতায় ১৫ জুন শনিবার কুড়িগ্রাম জেলার সন্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত ও সম্মানিত নাগরিকদের দারগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সার্কেল অফিস পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) পংকজ চন্দ্র রায়, পিপিএম ।
পরিদর্শন সময়ে অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়, পিপিএম ভূরুঙ্গামারী সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম সমূহ ও বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান, ভূরুঙ্গামারী থানার অফিসার জনাব মোঃ রুহুল আমীন, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা, কচাকাটা থানার অফিসার ইনচার্জ জনাব বিশ্বদেব রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *