নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে খাস জমি ব্যক্তির নামে রেকোর্ড করে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানাগেছে, নেওয়াশী ইউনিয়নের নেওয়াশী মৌজার গাগলা বলদিটারীতে বৃটিশ এবং বাষট্রির নকশা মূলে গাগলা বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড় থেকে উত্তরে গাগলা ব্রীজ পর্যন্ত ১০ শতাংশ জমি খাস খতিয়ানের অন্তর্ভূক্ত। কিন্ত স্থানীয় একটি কুচক্রী মহল উৎকোচের বিনিময়ে জমিটি গোপনে নিজেদের নামে দিয়ারা রেকোর্ড করে নেয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছিল। গত কয়েকদিন পূর্বে দাতা মাহাবুর রহমান গং নাগেশ্বরী দলিল লেখক ও সাব-রেজিষ্ট্রারকে ম্যানেজ করে স্থানীয় নরেশ চন্দ্রের ছেলে গোবিন্দ চন্দ্র ও ফেরদৌস আলমের নিকট খাস জমি সহ নিজ নামিয় জমি বিক্রি করে,যার দলিল নং-৩৫৩৬ ও ৩৫৩৭। সরজমিনে দেখা যায় ক্রেতা গোবিন্দ চন্দ্র তড়িঘড়ি করে খাস জমিতে ঘরবাড়ী নির্মানের পায়তারা করছে। স্থানীয় বয়জৈষ্ঠ হাজী মোঃ নবা আলী(৮৫)আব্দুল মালেক (৬৫) সহ অনেকেই অভিযোগ করে বলেন, আমরা এই রাস্তা দিয়ে ছোট বেলা থেকে চলাচল করেছি ,এখন স্থানীয় কিছু লোক রাস্তাটি বন্ধ করে অসৎ উপায়ে বিক্রি করছে বলে শুনছি। এ ব্যাপারে স্থানীয় ভূমি দস্যুদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না অনেকেই।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেন।