নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক যুবতীর গোসলের অশ্লীল ভিডিও ধারন করে টাকা দাবী করায় ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানাগেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার চামটারপাড়া গ্রামের এক যুবতী বাসায় গোসল করার সময় পুর্ব পরিকল্পনামতো গত ২ আগষ্ট দুপুর ১২ টার সময় গোসলখানার টিন ফুটো করে একই গ্রামের যুবতী বিমাতা জমিলা বেগম(৫০),আবুল হোসেনের পুত্র আইনুল হক (৩১),শামসুল হাজীর পুত্র মানিক মিয়া(৩০),আব্দুল জলিলের পুত্র মোফাচ্ছেল(২০)গোসলের অশ্লীল ভিডিও ধারন করে মোবাইল ফোনে টাকা দাবী করে।টাকা না দিলে মোবাইলে ধারনকৃত অশ্লীল ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সম্মানহানীর হুমকি দেয়।পরে ঐ যুবতী নাগেশ্বরী থানায় রবিবার( ৯ আগষ্ট) পর্নগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করলে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে মোবাইলসহ অশ্লীল ভিডিও উদ্ধার করে। নাগেশ্বরী থানার ওসি রওশন কবির জানান ঐ যুবতির মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে মোবাইলসহ গোপনে ধারনকৃত গোসলের ভিডিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আগামীকাল (সোমবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।