নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনে ভাচুর্য়াল ও অনলাইন ক্লাস বিষয়ক ১৪ দিনের প্রশিক্ষণ শেষে সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় সেমিনার কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম।
প্রধান শিক্ষক আব্দুল হাকিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা এটিএম আজাদ আলী, সহকারি প্রধান শিক্ষক শাহজাহান আলী, সিনিয়র সহকারি শিক্ষক কীর্ত্তিকা সেন বিল্টু, রফিকুল ইসলাম, বিপ্লবী রানী, হাসানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য করোনার প্রভাবে বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকাকালীন সময়ে গত ৬ ফেব্রুয়ারী বিদ্যালয়ের সকল শিক্ষকের অংশগ্রহনে এ ইনহাউজ প্রশিক্ষণ শুরু হয়। এতে ভাচুর্য়াল ও অনলাইন ক্লাস বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইউআইটিআরসিই (ব্যানবেইস) এর মাষ্টার ট্রেইনার শাহজাহান আলী।