নাগেশ্বরী কুড়গ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গার্লস টেকওভার প্ল্যান ইন্টার ন্যাশনালের একটি প্রতীকী কর্মসূচীতে সলিডারিটির উদ্যোগে প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় প্রজেক্ট অফিসার পবিত্র কুমার সরকারের পরিচালনায় ১৩ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসে, নির্বাহী অফিসার ফারজানা জাহানের সদয় সম্মতিতে এনসিটিএফ চাইল্ড র্পালামেন্ট মেম্বার আকলিমা খাতুন এক ঘন্টার জন্য উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রতীকি ভাবে ক্ষমতা অধিগ্রহন করেন। মেয়ে শিশু ও নারীর প্রতি সব ধরনের নির্যাতন, বৈষম্য এবং অবিচারের বিরুদ্ধে জোরাল পদক্ষেপ নিতে হবে, সমাজের দিকে নজর রাখতে হবে মেয়ে শিশু ও নারী বেশির ভাগ ক্ষেত্রে নির্যাতনের শিকার হয় একজন কন্যা শিশু ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীতে থাকতে তার বাবা মা বিয়ে দেয়, এতে দেশে শিক্ষার হার কমে যায় এভাবে মেয়েটি তার নিজের ক্ষমতা ও স্বাধীনতা হারায়, সমাজে দেখা যায় পুরুষ রাই নারীদের বিবাহ বিচ্ছেদ করে বা ডিভোর্স দেয় তবে এই পদে বেশি সময় ধরে থাকতে না পারায় জোরাল কোন পদক্ষেপ নিতে পাচ্ছিনা তবে আশা করি যিনি পরর্বতী সময়ে নির্বাহী অফিসার হিসেবে দ্বায়িত্ব নিবেন তিনি নাগেশ্বরী উপজেলাকে মেয়েশিশু ও নারীর প্রতি সব ধরনের নির্যাতন বৈষম্য এবং অবিচারের বিরুদ্ধে জোরাল পদক্ষেপ নিবেন জোর সুপারিস করছি বলে জানান প্রতীকী অফিসার আকলিমা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান, ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অন্যনা, সলিডারিটির ডিপুটি ডিরেক্টর আলেয়া বেগম, কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, ক্রেডিট সুপার ভাইজার নিহার রঞ্জন বর্মা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন