নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা কবলিত এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের নির্দেশনায় কালিগঞ্জ ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৮ জুলাই কালিগঞ্জ এলাকার চর কাপনা , ভেলোর চর ও বেগুনীটারী গ্রামে বন্যার্তদের মাঝে কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের সহযোগীতায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলামের তত্বাবধায়নে নৌকা যোগে বাড়ী বাড়ী গিয়ে প্রায় ৩শত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে জি আর এর চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের প্রতিনিধি সমবায় অফিসার বিধু ভূষণ রায়, কালিগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজুল হক প্রধানসহ গ্রাম পুলিশ।