নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ কর্তৃক অায়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতীসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে অানন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অাছলাম হোসেন সওদাগর, জাতীয় সংসদ সদস্য ২৫,কুড়িগ্রাম-১, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোস্তফা জামান, উপজেলা চেয়ারম্যান নাগেশ্বরী, অামিনা বেগম অন্যন্যা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,সহকারী পুলিশ সুপার সুমন রেজা, নাগেশ্বরী সার্কেল, অাব্দুল অাজিজ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান,খাইরুল অালম বিশিষ্ট ব্যবসায়ী,বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান বীরবল,মতিয়ার রহমান নান্টু সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। নাগেশ্বরী থানার পুলিশ সদস্য ও বিভিন্ন দলের নেতা কর্মীবৃন্দ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক পাভেল জামান ও সাংবাদিক মজিবর রহমান,মসলেম উদ্দিন,শফিকুল ইসলাম শফি প্রমুখ।