মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কন্যা সন্তান শিশুকে জন্ম অভর্ধনা প্রদান করা হয়েছে। নাগেশ্বরী পৌরসভার ৯নং ওয়ার্ডের ডায়নার পাড় গ্রামের শ্রীকান্তের বিয়ের পর প্রথম মেয়ে সন্তানের জন্ম হয়। পরবর্তিতে ছেলে সন্তানের আশায় দ্বিতীয় সন্তানটি মেয়ে সন্তান হিসাবে জন্ম হলে শ্রীকান্ত তার স্ত্রী স্মৃতি বালার সাথে অভিমান করে ঢাকায় চলে যায়। সংবাদ পেয়ে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প আরডিআরএস বাংলাদেশ কর্তৃক ওই কন্যা শিশুটিকে সংবর্ধনার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর হাবিবুর রহমান,নাগেশ্বরী যুব ফোরামের সদস্য সাজ্জাদ হোসেন, স্থানীয় শীবেদ্র নাথ, ইউনিয়ন ফেসিলিটেটর গৌরাঙ্গ চন্দ্র বর্মন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। স্মৃতিবালার হাতে এ সময় প্রয়োজনীয় কিছু উপহার তুলে দেয়া হয়।