নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে করোনা টিকা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করণে প্রচারণা ও বিনা খরচে নিবন্ধন কার্যক্রম ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বেসরকারী প্রতিষ্ঠান ইকো -সোশ্যাল ডেভলপমেন্ট অর্গনাইজেশনের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রমটি আয়োজন করে কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বপ্ন পূরণের যাত্রী মোরা তরুন দল। এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুজ্জামান কবির এর সভাপত্বিতে বক্তব্য রাখেন কেদার ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম, ইকো -সোশ্যাল ডেভলপমেন্ট অর্গনাইজেশনের নাগেশ্বরীর ব্যাবস্থাপক গোলাম ফারুক প্রমূখ। আলোচনা সভা শেষে উপস্থিত কেদার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লোকজনদের বিনা খরচে করোনা টিকা গ্রহণের নিবন্ধন করানো হয়।