মোঃ মসলেম উদ্দিন
নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমী ফুটবল মাঠে গতকাল ১৯ জানুয়ারী পুলিশ নারী কল্যাণ সমিতি‘র সহযোগীতায় কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন করেছেন বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশী এম.পি মাননীয় মন্ত্রী বানিজ্য মন্ত্রনালয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভিন, বিশেষ অতিথি মোহাম্মদ মহিব্বুল ইসলাম খান বিপিএম, মোস্তফা জামান,চেয়ারম্যান উপজেলা পরিষদ,আব্দুর রহমান মিয়া, মেয়র নাগেশ্বরী পৌরসভা, নুর মোহাম্মদ মাসুম উপজেলা নির্বাহী অফিসার,রওশন কবির অফিসার ইনচার্জ নাগেশ্বরী থানা, কে.এম আনিছুর রহমান প্রধান শিক্ষক দয়াময়ী পাইলট একাডেমী, সভাপতিত্ব করবেন শাহারিনা জাহান পূলিশ নারী কল্যাণ সমিতি কুড়িগ্রাম প্রমুখ।