মো: মসলেম উদ্দিন, নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরীতে কোভিট-১৯ এর টিকা গ্রহণে মানুষের ভির দেখা গেছে সদর হাসপাতালে। নাগেশ্বরী সদর হাসপাতালে সরেজমিনে দেখা যায় টিকা গ্রহনকারীরা টিকা নেওয়ার জন্য ভির করছে। টিকা গ্রহণকারী সাইফুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, সবাই নিচ্ছে কোন সমস্যা হচ্ছে না, তাই অামিও নিচ্ছি। অপর একজন বলেন, অাগে টিকা নেওয়ার পর অনেকের সমস্যা হয়েছে শুনেছি, তাই এতদিন নেই নি, বর্তমানে চায়নার টিকায় কোন সমস্যা হওয়ার খবর পাইনি, তাই টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখান বিদ মজিবর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অাগের তুলনায় বর্তমানে ভেকসিন গ্রহণে অনেক চাহিদা বৃদ্ধি পেয়েছে। তিনি অারও জানান,
কোভিট-১৯ এর বরাদ্দকৃত ভারতীয় পোভি সেলড টিকা প্রথম ডোজ গ্রহণ করছে ৫হাজার ২শত ৪৭ জন এবং দ্বিতীয় ডোজ মোট টিকা গ্রহণ করছে ৩হাজার ৩শত ৮৮ জন।
বর্তমানে বরাদ্দকৃত কোভিট-১৯ এর জন্য চায়না সিনোফারম টিকা গত ১৩ জুলাই/২১ থেকে ২অাগষ্ট পর্যন্ত প্রথম ডোজ গ্রহণ করেছে ১হাজার ৭শত ৬৬জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাগেশ্বরী উপজেলায় মোট অাক্রান্তের সংখা ২শত ৫৪জন এবং মৃতূ্রর সংখ্যা চার জন।