মোঃ মসলেম উদ্দিন নাগেশ্বরী প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎ পাড়া জামে মসজিদ সংলগ্ন আজ দুপুর ২.০০ঘটিকার সময় বিসমিল্লাহ গার্মেন্টস ফ্যাশান এ্যন্ড ডিজাইনের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব বকিয়ত উল্লাহ,বালাটারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, শিশু সম্ভারের রাবউল আলম,শহিদুল ইসলাম শহীদ, গোলাম মোস্তফা প্রমুখ। গার্মেন্টস কারখানায় বি.এম প্রোডাক্ট হিসাবে ছেলে ও মেয়েদের সকল ধরনের পোষাক তৈরী করা হবে। গার্মেন্টসের পরিচালক শহিদুল ইসলাম জানায় কারখানায় বর্তমানে ১৫টি মেশিন বসানো হয়েছে পরবর্তীতে আরও বাড়ানো হবে। এলাকার কর্মহীন বেকার প্রায় ৩০জন শ্রমিকের কর্মসংস্থান তৈরী হবে। প্রশিক্ষিত শ্রমীকদের অগ্রাধীর দেয়া হবে।