নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ওয়াবদা বাজার গাছফাড়ী গ্রামে লিমা রাণী রবিদাস(১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার(১লা জানুয়ারী) দুপুরে স্বামীর বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। লিমা রাণী রবিদাস কুড়িগ্রাম সদর উপজেলার জিগামারী ঝাকুয়া পাড়া গ্রামের মৃত রবিদাসের কন্যা। স্থানীয় সুত্রে জানাগেছে প্রায় ৮ মাস আগে লিমার সাথে নাগেশ্বরী ইউনিয়নের বামনডাঙ্গা ইউনিয়নের ওয়াবদা বাজার গাছফাড়ী গ্রামের সুর্য্যলালের পুত্র মহেশ রবিদাস (২৫) এর বিয়ে হয়।বিয়ের এক বছর পার হতে না হতেই লিমা পারিবারিক কলহের কারনে গলায় ওড়না পেঁচিয়ে স্বামীর ঘরে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা নাগেশ্বরী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান,নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।প্রাথমিকভাবে ধারনা করা হয়,লিমা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।