নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোখাদ্য ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়েছে। নাগেশ্বরী উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের বাস্তবায়নে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর অর্থায়নে বন্যা কবলিত এলাকায় ঝঁুকিপূর্ণ প্রাণিসম্পদ ও জীবিকা রক্ষার জন্য ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে এসব উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল আলম, ভেটেরিনারী সার্জন কে.এম ইফতেখারুল ইসলাম, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কোকিল চন্দ্র বিশ্বাস, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব প্রমুখ।