নাগেশ্বরী থেকে মসলেম উদ্দিন:
নাগেশ্বরী ও কচাকাটায় ছেলেধরা ও মাথা কাটা গুজব সংক্রান্তে সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের প্রচারণায় নাগেশ্বরী ও কচাকাটা থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে গতকাল রবিবার এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ছেলেধরা ও মাথা কাটা গুজব সংক্রান্তে সচেনতা বাড়াতে একটি র্যালী থানা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নাগেশ্বরী ও কচাকাটা থানা প্রশাসন ছাড়াও নাগেশ্বরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং কচাকাটা কলেজ,কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়,কচাকাটা বহুমুখী বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতীক নেতাকর্মী ও বিভিন্ন পেশার লোকেরা অংশ গ্রহন করে । র্যালী শেষে আলোচনা সভায় নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর ও কচাকাটা থানার ওসি মামুন অর রশীদ উপস্থিত সকলকে ছেলেধরা ও মাথা কাটা গুজবে কান না দেয়ার আহŸান জানান।