নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
১৩ই মে শনিবার সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসন হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার নিখিল চন্দ্র বর্মন, নাগেশ্বরী মহিলা কলেজের অধ্যক্ষ নাছিমুল ইসলাম রবু, নাগেশ্বরী সরকারি কলেজের সহকারী অধ্যাপক খাদিমুল ইসলাম, কছিমুদ্দিন, নেওয়াশী সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাতেম আলী খন্দকার, বুড়ীরহাট দাখিল মাদ্রাসার সুপার সোহরাব আলী,নাগেশ্বরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জালাল উদ্দীন, নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির সিনিয়র শিক্ষক আফজাল হোসেন, নাগেশ্বরী কামিল মাদ্রাসার প্রভাষক আজিজুল হক, নাগেশ্বরী প্রশাসন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান অনুষ্ঠানের সুভ উদ্ভোদন ঘোষণা করেন। উদ্ভোদন শেষে নাগেশ্বরী প্রশাসন স্কুল এন্ড কলেজে হামদে নাত,ক্বেরাত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও উপজেলা প্রশাসন হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় হামদে নাত ও ক্বেরাত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বুড়ীরহাট দাখিল মাদ্রাসার সুপার সোহরাব আলী, নাগেশ্বরী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আজিজুল হক।
নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির সিনিয়র শিক্ষক আফজাল হোসেন। অনুষ্ঠান আয়োজন করেন,উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস নাগেশ্বরী।