নাগেশ্বরী থেকে মসলেম উদ্দিনঃ
নাগেশ্বরীতে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে আনন্দ র্যালী শেষে প্রেসক্লাব নাগেশ্বরী কার্যালয়ে কেক কেটে এর উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী। পরে ভোরের ডাক নাগেশ্বরী প্রতিনিধি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারন সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি পাভেল জামান, যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, সংবাদ প্রতিনিধি মনোয়ার হোসেন সিদ্দিকী, ইত্তেফাক উপজেলা সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টু, নয়াদিগন্ত প্রতিনিধি খলিলুর রহমান, জনতা প্রতিনিধি মজিবর রহমান, দৈনিক জনতা প্রতিনিধি মোঃ মজিবর রহমান, ডেসটিনি প্রতিনিধি মসলেম উদ্দিন, মানবজমিন প্রতিনিধি এম. সাইফুর রহমান, নারায়নপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ।