নাগেশ্বরী প্রতিনিধি#
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার আয়োজনে পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুর রহমান মিয়ার সভাপতিত্বে গতকাল পৌরহল রুমে সারাদিন ব্যাপি নবীদেব প্রকল্পের টিএলসিসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বজলুর রহমান আরটি রংপুর,সৈয়দ সওকত হোসেন সিএনএস রংপুর,জনমাহামুদ ইউপিএমএস রংপুর,শিরিন সুলতানা নবীদেব টিম লিডার নাগেশ্বরী,প্যানেল পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক,অধ্যক্ষ নাসিমুল ইসলাম রবু,প্রকৌশলী নুরজ্জামান সহকারী পকৌশলী ফারুক হোসেন,অমল কুমার মন্ডল সিএমএফ নাগেশ্বরী,শুনিল কুমার কুন্ড এমই, পৌর হিসাব রক্ষক একরামুল হক,অফিস সহকারী শাহীন,কশিমনার মমিনুল ইসলাম ভোলা,মাজেদুল ইসলাম এমএফএএফসহ টিএল সিসির সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন