আব্দুল গণি, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুবদিবস-২০১৭ উদযাপন করা হয়েছে। “যুবদের জাগরণ – বাংলাদেশের উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন অফিস এর আয়োজনে ১ নভেম্বর সকাল ১০ টাায় উপজেলা পরিষদের চত্তর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলেচনাসভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে যুব দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। এরপরে উপজেলা ক্যাম্পাসে যুব সংগঠনের সকল সদস্যগনের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান চলে। পরে গাছের চারা বিতরণ ও রোপন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলমের সঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার। জেলা পরিষদ সদস্য লাভলী বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান সরকার প্রমুখ। এছাড়াও প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি লিটন চৌধুরী, নাগেশ্বরী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ক্রেডিট সুপারভাইজ, এনামুল হক সরকার, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিপাদ্য বিষয়ের আলোকে যুবক ও যুব মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প গ্রহন করে দক্ষতার সাথে উন্নতির পথে এগিয়ে আসার আহ্বান জানান।