নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী কামিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী অপর পরীক্ষার্থীকে খাতা না দেখায় ছাত্রের উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ সুত্রে জানাগেছে, নাগেশ্বরী কামিল মাদরাসার বিজ্ঞান শাখার ছাত্র রবিউল আউয়ালের নেতৃত্বে গোলেরহাট ফাযিল মাদরাসার সাধারণ বিভাগের আলিম পরীক্ষার্থী আব্দুল লতিফকে পরীক্ষার পূর্বে কক্ষের সামনেই মাইর ডাং করে চলে যায়। আহত আব্দুল লতিফকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। হামলাকারী রবিউল আউয়াল পূর্ব সুখাতী দাখিল মাদরাসার মৌলভী শিক্ষক আব্দুল কাদেরের ছেলে। ঘটনার বিষয়ে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, বিষয়টি নিয়ে নাগেশ্বরী থানায় অভিযোগ করা হয়েছে। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ নবিউল হাসান বলেন, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নাগেশ্বরী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ,ন,ম আক্তারুজ্জামান বলেন বিষয়টি আমরা মিমাংশা করার চেষ্টা করছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামকে সমাধান করার দায়িত্ব দেয়া হয়েছে।