মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এবছর পাটের বাম্পার ফলন হয়েছে, ভাল দামের আশা করছেন পাট চাষিরা। উপজেলা কৃষি অধিদপ্তর তথ্যমতে গতবারের তুলনায় এবারে শতকরা ১০ভাগ পাট বেশি চাষ হয়েছে। এ বছরে ভাল ফলনের পাশাপাশি পাট চাষের পরিমান ছিলো ২,হাজার ২শত ৫৫হেক্টর। চাষীরা বলেন উপজেলা পাট অধিদপ্তর বিনামুল্যে পাটবীজ বিতরণ করায় অনান্য ফসলের তুলনায় পাট চাষে খরচ কম হয়েছে। উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকতার্ মাসুদ রানা জানায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় ৩হাজার পাট চাষীকে এবছর বিনা মুল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়। আবহাওয়া অনুকুল পরিবেশ থাকায় পাটের ফলন ভাল হয়েছে। বাজারে পাটের দাম বেশি পাবে বলে কৃষকরা আশা করছেন। পাট শোলা জ্বালানী হিসাবে ব্যবহারের জন্য পাট শোলার অনেক চাহিদা রয়েছে গ্রামগঞ্জে। সরকারের সু-দৃষ্টি ও পাটের ভাল দাম পেলে সোনালী আঁশের সুদিন আবারো ফিরে আসবে কৃষকের ধারনা। নেওয়াশীর কৃষক গাজিউর রহমান জানায় অনেকেই জমিতে পাট দেখেই আগাম দাম করে নিচ্ছে পাট ব্যবসায়ীরা। তবে বিলে পানি না থাকায় পাট জাগা নিয়ে শঙ্কায় আছেন অনেক কৃষক।