মো: মসলেম উদ্দিন নাগেশ্বরী প্রতিনিধি: নাগেশ্বরী পানাকুড়ি বটতলা দাখিল মাদরাসার ৪তলা ভবনের প্রথম তলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌরসভার মেয়র অাব্দুর রহমান মিয়া,নেওয়াশী ইউনিয়ন অা’লীগ সভাপতি মাহফুজার রহমান মুকুল, মাদরাসার সুপার মোজাহিদ, মাওলানা নুরুল ইসলাম, রুহুল অামিন,মাসুদ রানা, সৃষ্টি টিভির প্রতিনিধি মজিবর রহমান,সাংবাদিক মসলেম উদ্দিন,শফিকুল ইসলাম শফি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
মাদরাসার সুপার জানান শিক্ষামন্ত্রনালয় কর্তৃক পাঁচ তলা ভবনের বরাদ্দ পেয়েছি, বর্তমানে চার তলার কাজ সমপন্ন হবে।