নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা: ৩১.০৫.২০১৮
নাগেশ্বরীতে পানিতে ডুবে মারা গেছে ১ শিশু। ৮ ঘন্টা পর লাশ উদ্ধার করেছে নাগেশ^রী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার কেদার ইউনিয়নের সাতানা গ্রামে শংকোষ নদীতে।
পরিবার ও এলাকাবাসী জানায়, বুধবার বিকেল ৪ টায় ওই গ্রামের শাহালমের মেয়ে শারমীন আক্তার (৯) প্রতিবেশী আমজাদ হোেেনর মেয়ে আঞ্জুমানারাসহ বাড়ীর পাশে শংকোষ নদীতে গোসল করতে যায়। এসময় পানিতে নেমে সে ডুবে যায়। সহপাঠী আঞ্জুমানারা এ খবর বাড়িতে জানালে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও পায়নি। পরে রাত ১২ টায় নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল সেখান থেকে তার লাশ উদ্ধার করে।
এলাকাবাসীর ধারনা বালু ব্যবসায়ীরা ড্রেজারে শংকোষ নদী থেকে অবৈধভাবে উত্তোলন করায় গভীর গর্তের সৃষ্টি হয়। সেখানেই ডুবে মারা গেছে ওই শিশু।