নাগেশ্বরী প্রতিনিধিঃ
নাগেশ্বরীতে পানিতে ডুবে মারা গেছে এক শিশু। ৪ ঘন্টা পর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পৌরসভার বোয়ালের ডারায় নামক স্থানে । পরিবার ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে ৬ বছরের শিশু হাবিবুল ইসলাম সকলের অগোচরে ২ জন সমবয়সী শিশুর সাথে বাড়ী থেকে একটু দুরে গীড়াই নদী বোয়ালের ডারার তীরে খেলতে যায়। এসময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় সে। সাথের ওই শিশুরা এ খবর বাড়ীতে জানালে অনেক খোঝাখুজি করে পরিবারের লোকজন ও এলাকাবাসী দীর্ঘ ৪ ঘন্টা পর বিকেল সাড়ে ৪ টায় ডুবে যাওয়ার স্থান থেকে কিছু দুরে বোয়ালের ডারা ব্রীজের নীচ থেকে তার লাশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *